23164

04/19/2025 নতুনবাজার ছেড়েছে শিক্ষার্থীরা, যানচলাচল শুরু

নতুনবাজার ছেড়েছে শিক্ষার্থীরা, যানচলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৪ ১৭:১৩

রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবে সোমবার বেলা সাড়ে ৪টার দিকে রাস্তা ছেড়ে যান শিক্ষার্থীরা। রাস্তা ছাড়ার পর আবারও যানচলাচল শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টার পর থেকে রাস্তা ছেড়ে চলে যায়। এরপর নতুন বাজার থেকে রামপুরাগামী রাস্তায় আবারো যান চলাচল শুরু হয়েছে।

এর আগে বিকেলে ৪টা থেকে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে কুড়িল বিশ্বরোডগামী রাস্তার দিকে এগোচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]