23169

09/17/2024 সোনালী ব্যাংক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই, যুবক গ্রেফতার

সোনালী ব্যাংক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই, যুবক গ্রেফতার

টাঙ্গাইল থেকে

১৫ জুলাই ২০২৪ ১৮:১৮

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের এক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শহীদ মাঝি (৩০) নামে আন্তঃজেলা ছিনতাইচক্রের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

একইসঙ্গে ছিনতাই হওয়া ১০ লাখের মধ্যে ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার গোলাম সবুর এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত জানান।

গ্রেফতার শহীদ মাঝি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।

জেলা পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুর ১২টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা টাঙ্গাইল পৌর শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন।

এ সময় তিনি শহরের লতিতা ফার্মেসির সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার ১০ লাখ টাকা ছিনতাই করে নেয়। পরবর্তীতে এ নিয়ে টাঙ্গাইল সদর থানায় ঘটনার ওইদিনই মামলা দায়ের করে। মামলার পর গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

তিনি আরও জানান, গত রোববার (১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহীদ মাঝিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও বাকি ১ লাখ টাকা উদ্ধার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]