2326

04/05/2025 রাজধানীতে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ নিহত ৩

রাজধানীতে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা

৫ জুন ২০২১ ২৩:৩১

রাজধানীর মালিবাগে বজ্রপাতের পর বিদ্যুতায়িত একটি লোহার গেটের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ তিনজন মারা গেছে।

শনিবার (০৫ জুন) দুপুরে মালিবাগ চৌধুরীপাড়ার একটি টিনশেড বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

জান যায়, নিহত তিনজনই ওই টিনশেড বাড়ির বাসিন্দা ছিল। তাদের মধ্যে ১২ বছরের শিশু সাবিনা পাখিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর দুইজন ১৪ বছরের কিশোরী সোমা এবং ৬৫ বছরের আবুল মালিবাগ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, তারা টিনের ঘরে বসবাস করত। তাদের ঘরের গেট বিদ্যুতায়িত হয়। এ সময় গেট স্পর্শ করলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]