23284

04/20/2025 রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতার

রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই ২০২৪ ১৩:৫৬

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি তদন্ত (আইসি) সংস্থা।

দেশটির ফেডারেল তদন্ত সংস্থা সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে শুক্রবার (২৬ জুলাই) মামলা দায়েরের পরই তাকে গ্রেফতার করা হয়। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

দুর্নীতির অভিযোগে দিমিত্রি বুলগাকভের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে আইসি। গ্রেপ্তারের পর তাকে মস্কোর বাতিরস্কায়া কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

আইসির মুখপাত্র এসভেতলানা পেতরেনকা এক বিবৃতিতে জানান, সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতি বিরোধী তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করবে।

৬৯ বছর বয়সী দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি রাশিয়ার বীর উপাধী পেয়েছিলেন।

এর আগে সাবেক আরেক উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইভানভসহ আরো ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]