23880

03/13/2025 জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস ভর্তি চলবে ২৭-২৯ আগস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস ভর্তি চলবে ২৭-২৯ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৪ ১৭:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন।

আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মেধা তালিকা পর অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ২ সেপ্টেম্বর।

দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়নের তারিখ ৩ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে ৯ সেপ্টেম্বর। তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তি নিশ্চয়ন করা যাবে ১০ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই ব্যাচের ক্লাস শুরু হবে ১৭ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]