2431

04/10/2025 হঠাৎ উধাও সালমানের নায়িকা রম্ভা

হঠাৎ উধাও সালমানের নায়িকা রম্ভা

বিনোদন ডেস্ক

৯ জুন ২০২১ ১৭:০৭

বহু বছর ধরে পর্দা থেকে গায়েব হয়েছেন বলিউড অভিনেত্রী রম্ভা। ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ এর মতো জনপ্রিয় সিনেমায় সালমন খানের নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু খ্যাতি, সাফল্যকে দূরে সরিয়ে হঠাৎ হারিয়ে যাওয়া নায়িকা কোথায় কী করছেন?

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, সিনেমা জগৎ থেকে বাস্তবের দুনিয়ায় মন দিয়েছেন রম্ভা। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে কানাডা প্রবাসী হয়েছেন তিনি। বর্তমানে লানিয়া, সাশা এবং শিবিন নামে তিন সন্তানের জননী তিনি। গত এপ্রিল মাসে জমকালো আয়োজনে ১১ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন রম্ভা।

পর্দা থেকে উধাও হলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রম্ভা। ফেসবুকে তার ৩ লাখ অনুসারী। বিভিন্ন ছবি, ভিডিও দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

হিন্দি ছবির ছাড়াও টলিউডেও জনপ্রিয়তা ছিল রম্ভার। এক দশকেরও বেশি আগে ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ ইত্যাদি ছবিতে অভিনয় করে করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]