24882

01/14/2026 সজীব হত্যা : শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সজীব হত্যা : শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আদালত প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডা. সজীবের বাবা হালিম সরকার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দাখিলের পর সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এই ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য সঠিক, সত্য ও ন্যায়বিচারের জন্য আবেদন করেছি। আমি ছেলে হত্যার বিচার চাই।

গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]