249

05/08/2024 উগান্ডায় রাজনৈতিক অস্থিরতায় ৩৭ জনের মৃত্যু

উগান্ডায় রাজনৈতিক অস্থিরতায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২০ ১৫:৪৭

উগান্ডার বিরোধী জনপ্রিয় নেতা ববি ওয়াইনের গ্রেফতারের পর বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেশটির পুলিশ।

পরিস্থিতি সামাল দিতে ৩৮ বছর বয়সী সংগীত শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইনকে শুক্রবার জামিনে মুক্তি দেওয়া হয়। তাকে করোনা নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে গ্রেফতার করা হয়েছিল।

অত্যন্ত জনপ্রিয় ববি ওয়াইন, ক্ষমসীন প্রেসিডেন্ট ইউরেই মুসেভেনির একজন ঘোরতর চ্যালেঞ্জার।

প্রেসিডেন্ট মুসেভেনি, প্রায় ৪ দশক ধরে উগান্ডায় ক্ষমতায় রয়েছেন। ববি ওয়াইন তার পদত্যাগ দাবি করে আসছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]