25000

04/04/2025 মেসির জোড়া গোলে শিরোপা জিতল মিয়ামি

মেসির জোড়া গোলে শিরোপা জিতল মিয়ামি

ক্রীড়া ডেস্ক

৩ অক্টোবর ২০২৪ ১২:১৭

নিজের ক্যারিয়ারে অসংখ্য শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। খেলোয়াড়ি জীবনের শেষে এসেও থেমে নেই সে ধারা। ইন্টার মিয়ামির হয়ে আরও একটি শিরোপা জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর তাতে ফুটবল জাদুকরের অবদানই বেশি, জোড়া গোলে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।

লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। ম্যাচটিতে দুই দলই লড়েছে শিরোপার লক্ষ্যে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠেছিল লড়াই, তবে প্রথমার্ধেই ২ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি।

ম্যাচের ৪৫ মিনিটে জর্দি আলবার বাড়ানো বল বুক দিয়ে রিসিভ করে প্রতিপক্ষের দুই ফুটবলারকে বোকা বানিয়ে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়েই নিজেই দ্বিতীয় গোলটি করেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

এদিকে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার আভাস দেয় কলম্বাস। ৪৬ মিনিটে গোল করেন কলম্বাসের দিয়েগো রসি। তবে এর মিনিট তিনেক পরই ফের এগিয়ে যায় মিয়ামি। এবার দলের হয়ে গোলটি করেন লুইস সুয়ারেজ।

মিয়ামি ৩ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৬১ মিনিটে ফের গোলের দেখা পায় কলম্বাস। এর মিনিট দুয়েক পরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বাসের ডিফেন্ডার রুডি কামাচো। দশজনের দলে পরিণত হলেও সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল দুটি। তবে ৮৪ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেনি কলম্বাস। মিয়ামির গোলকিপার ক্যালেন্ডারের বীরত্বে বেঁচে যান মেসিরা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি। এই জয়ে এবারই প্রথম সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতল মিয়ামি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]