25107

04/04/2025 স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক আবু জাফর

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২৪ ১৮:১২

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফর। অপরদিকে বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনকে স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

অপরদিকে বর্তমান ওই পদে দায়িত্বে থাকা অধ্যাপক ডা. রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পারসোনেল-১ শাখায় ন্যস্ত করা হয়েছে

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]