25232

04/16/2025 প্রেস ক্লাবের সামনে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ

প্রেস ক্লাবের সামনে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৪ ১৬:২৭

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের কিছু সংখ্যক কর্মী এক মানববন্ধনের আয়োজন করেন। এসময় অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালান বিএনপি কর্মীরা। তখন আওয়ামী লীগের কর্মীদের বেধড়ক মারধর করা হয়।

তবে ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের অন্তত ২৫ নেতাকর্মী।

এসময় পাশ থেকে ১৫-২০ জন বাঁশ ও কাঠ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহত হয়ে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুতুব হিলালীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে হুমায়ুন কবির নামের একজন কল ধরেন। তিনি বলেন, কুতুব হিলালীরা ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তাদের অনেকে আহত হয়েছে। যার মধ্যে চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]