2529

09/19/2024 বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শেখ আবদুল হান্নান

বিমানবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শেখ আবদুল হান্নান

নিজস্ব সংবাদদাতা

১২ জুন ২০২১ ২৩:৩৬

এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১২ জুন) দুপুরে তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার দুপুরে বিমানবাহিনী সদরদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমানবাহিনী সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ শনিবার দুপুরে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ (তিন) বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।

উল্লেখ্য, মসিহুজ্জামান সেরনিয়াবাত তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ শনিবার অবসরে গেছেন। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]