25326

04/05/2025 গায়ের জোরে মহাখালী থেকে বাস চালাতেন এনায়েত উল্যাহ : মালিক সমিতি

গায়ের জোরে মহাখালী থেকে বাস চালাতেন এনায়েত উল্যাহ : মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৪ ১৫:০০

খন্দকার এনায়েত উল্যাহ মহাখালী বাস টার্মিনাল থেকে গায়ের জোরে এনা পরিবহনের বাস চালাতেন বলে অভিযোগ করেছে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ জানান সমিতির সভাপতি মো. আবুল কালাম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চালাতে হলে এই সমিতির সদস্য হওয়া বাধ্যতামূলক। খন্দকার এনায়েত উল্যাহ দীর্ঘদিন এই বাস টার্মিনাল থেকে গাড়ি চালিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি কোনোদিন আমাদের সদস্য হননি। আমাদের মালিক-শ্রমিকদের তিনি কোনো সহায়তাও দেননি। তিনি গায়ের জোরে বাস চালিয়েছেন। তাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের ছিল না।

গত ৫ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি মহাখালী বাস টার্মিনালের চাঁদাবাজির গল্প করা হয়েছে। কিন্তু আমি দৃঢ় চিত্তে বলতে চাই, গত পাঁচ আগস্টের পর মহাখালী বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হয়নি। শুধু টার্মিনাল পরিচালন ব্যয় ও মসজিদের জন্য দশ টাকা করে বাস প্রতি চাঁদা নেওয়া হয়।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য পরিবহন সেক্টরের শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা কমানোর নানাবিধ পদক্ষেপ নিয়ে আমরা যখন ব্যস্ত সময় পার করছি, তখন গার্মেন্টস সেক্টরের মতো সড়ক পরিবহন সেক্টরকে অশান্ত করার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ও কতিপয় সুবিধাভোগী মহল নানাভাবে উস্কানি দিয়ে পরিবহন সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা পরিবহন সেক্টরের মালিক শ্রমিক সবাইকে সজাগ-দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]