25765

04/20/2025 ছাত্র-জনতার ওপর হামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ছাত্র-জনতার ওপর হামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ফেনী থেকে

৩ নভেম্বর ২০২৪ ১০:৩৬

ফেনীর সোনাগাজীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আসামি মোহাম্মদ দুলাল প্রকাশকে যৌথবাহিনীর অভিযানে আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

জানা গেছে, ৫ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিতে নাহিদুর রহমান (২৪) নামে এক আন্দোলনকারী আহতের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন তার বাবা বাহার মিয়া। গত ১৬ অক্টোবর ফেনী মডেল থানায় করা এ মামলার এজাহারে দুলাল ১৪১ নম্বর আসামি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল সোনাগাজী আওয়ামী যুবলীগের অস্ত্রধারী ক্যাডার ছিলেন। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগও রয়েছে।

দুলালকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সিডিএম যাচাই করে হামলার ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে তথ্য পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে করা অন্য পাঁচটি মামলায় তিনি জামিনে রয়েছেন। তাই দুলালকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই মামলার এজাহারে দুলালের বাবার নাম ভুল রয়েছে।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, সিডিএমে তথ্য না থাকার কারণ নেই। তবে আসামির কোনো তথ্যে ভ্রান্তির কারণে এমন হয়ে থাকতে পারে।

স্থানীয় একটি সূত্র দাবি করছে, আটকের পর রাত ২টার দিকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে দুলালকে টাকার বিনিময়ে থানা হতে ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সোনাগাজী থানার ওসি বলেন, এমন অভিযোগ সত্য নয়। এই ধরনের কোনো বিষয় আমি জানি না।

দুলালকে আটক প্রসঙ্গে সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর শাকিল বলেন, দুলালের কাছে অস্ত্র রয়েছে এমন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। আটকের পর তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। আটক দুলালকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নেই বলে জানায় থানা পুলিশ। পরে শনিবার সকালে ওসি মুঠোফোনে তথ্যগত ভুলের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]