25770

04/04/2025 গুজবময় রাত, ভালো আছেন অভিনেত্রী মেহজাবীন

গুজবময় রাত, ভালো আছেন অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক

৩ নভেম্বর ২০২৪ ১১:৩৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন। তবে ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেনি।

গুজবময় এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, তিনি ভালো আছেন।

পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানিয়ে পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।’

শেষে তার ভাষ্য, ‘তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার।’

পোস্টের কমেন্ট বক্সে ফারুক ইসলাম নামে এক ভক্ত লিখেছেন, ‘সারাদিন অনেক টেনশনে ছিলাম, যাক এখন একটু স্বস্তি পেলাম।’ সোহেল রানা নামে আরেক অনুরাগীর বলেন, ‘আপনি সাবধানে পৌঁছেছেন এটা জানার পর ভালো লাগছে। ভালো থাকুন সবসময় আপনি।’

প্রসঙ্গত, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]