25933

04/04/2025 এবার আইফোনে ১৪ প্রো ম্যাক্সে বিস্ফোরণ

এবার আইফোনে ১৪ প্রো ম্যাক্সে বিস্ফোরণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৯ নভেম্বর ২০২৪ ১২:০৩

আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিভিন্ন কারণে ফোন বিস্ফোরণ হতে পারে। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণের ঘটনা ঘটছে, তেমনই ঘরে থেকেও ঘটছে দুর্ঘটনা। এতে হতাহতের খবরও পাওয়া যায়। এতদিন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আগুনে পুড়লেও আইফোনকে অনেকেই নিরাপদ হিসেবেই বিবেচনা করে থাকেন। তবে এবার চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রাতে ঘুমানোর সময় ওই নারী তার স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এই ঘটনার জেরে ওই নারীও আহত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।

ফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগ জানায়, ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি পরিবর্তন হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি আগে রিপিয়ারিং হয়েছে কিনা তাও জানা প্রয়োজন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]