26025

04/20/2025 কাজে ফিরেছেন শ্রমিকেরা, শান্ত গাজীপুর শিল্পাঞ্চল

কাজে ফিরেছেন শ্রমিকেরা, শান্ত গাজীপুর শিল্পাঞ্চল

গাজীপুর থেকে

১২ নভেম্বর ২০২৪ ১২:০৬

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ফলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি নিয়ে গতকাল বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, আগামী রোববার টিএনজেড কারখানার শ্রমিকদের ৬ কোটি টাকা প্রথম কিস্তিতে বেতন পরিশোধ করা হবে। পরে ১০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়। এটি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে অবশিষ্ট বকেয়া পরিশোধ হবে। পরে মালিকপক্ষ এই টাকা সরকারকে পরিশোধ করবে। এই সিদ্ধান্ত মেনে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।

এরপর সোমবার রাত সোয়া ১০টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যা মঙ্গলবার সকাল থেকে অব্যাহত রয়েছে।

অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে যেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল, সেসব কারখানাও আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। এখন গাজীপুর শিল্পাঞ্চল শান্ত রয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাতের মধ্যে যানজটে আটকে থাকা সব যান নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। মঙ্গলবার সকালে মহাসড়কে যান চলাচল পুরোই স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো শিল্প কারখানায় সাধারণ ছুটির ঘোষণা করা হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]