26149

04/04/2025 অজয়ের পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় অক্ষয়

অজয়ের পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় অক্ষয়

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর ২০২৪ ১২:২৩

ক্যামেরার সামনে অভিনেতার রোল থেকে পরিচালকের আসনে বসেছেন অজয় দেবগণ। ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার। এর আগে চারটি সিনেমা পরিচালনা করেছেন অজয়।

প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবার ভিন্ন পথেই হাঁটলেন অজয় দেবগণ। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, খিলাড়ি কুমার যখন বক্স অফিসে ফ্লপের পাহাড়ে ডুবে, ঠিক সেইসময়েই পরিচালক তথা সহকর্মী অজয় দেবগণ ভরসা রাখলেন অক্ষয়ের উপর।

এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে এই ঘোষণা করলেন অজয় দেবগণ।

তিনি বলেন, ‘আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। যেখানে পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়।’ গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকার ভাষ্য, ‘এখনই এত বিশদে বলা যাবে না।’

এর আগে ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’, ‘ভোলা’ চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগণ। সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]