26210

04/04/2025 অভিষেকের কথায় কাঁদলেন অমিতাভ

অভিষেকের কথায় কাঁদলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

১৯ নভেম্বর ২০২৪ ১১:৫৯

ভারতের প্রতিযোগিতামূলক টিভি শো ‘কন বানেগা ক্রোড়পতি ১৬’ তে ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ ওই পর্বে অমিতাভের সঙ্গে খেলবেন ছেলে। সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল ছেলের কথায় কেঁদে ফেলেছেন অমিতাভ বচ্চন! কিন্তু কেন?

‘কন বানেগা ক্রোড়পতি’র যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গেছে অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলছেন। জানাচ্ছেন, ‘বাবা, আমি জানি না এটা বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০ টা বেজে গেছে, সকাল সাড়ে ৬ টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যাতে আমরা আরাম করে ৮-৯ টা অবধি ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তার সন্তানের জন্য কী কী করেন, কারণ উনি চুপচাপ করেন।’

ছেলের এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে বিগ বির। কষ্টমাখা মুখে হাসেনও। অভিষেকের কথা শুনে হাততালি দিয়ে ওঠেন সকলে।

সেই প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসলে অনেক নেটিজেন তাতে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, একেবারেই ঠিক। বাবা আর স্বামীর স্যাক্রিফাইস নিয়ে কেউ কিছু বলে না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একদম ঠিক। আপনাদের বাবা ছেলের জুটিকে দেখলে খুব ভালো লাগে।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]