26283

04/05/2025 ছেলে আরিয়ানের সুখবরে গর্বিত শাহরুখ

ছেলে আরিয়ানের সুখবরে গর্বিত শাহরুখ

বিনোদন ডেস্ক

২১ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

পরিচালনায় নিজের অবস্থান পাকা করার কাজে লেগে আছেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুরুটা পরিচালক করণ জোহরের সহকারী হিসেবে। এরপর বাবা শাহরুখ ও বোন সুহানাকে নিয়ে একটি বিজ্ঞাপনও পরিচালনা করেছিলেন আরিয়ান খান।

এখন ছেলেকে নিয়ে এক সুখবর আনলেন শাহরুখ খান। জানালেন, এবার পাকাপাকিভাবে অর্থাৎ প্রফেশনালি পরিচালনায় আসছেন আরিয়ান।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘ছেলে আরিয়ানের পরিচালনায় প্রথম একটা ওয়েব সিরিজ আসতে চলেছে।’ গর্বিত বাবা হয়ে কিং খান লেখেন, ‘আজ একটা বিশেষ দিন, যখন দর্শকদের সামনে একটা নতুন গল্প আনা হচ্ছে। দিনটি আরও বেশি স্পেশাল কারণ, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে।’

শাহরুখ লেখেন, ‘এই গল্পের সবটাই অশান্ত, নিয়ন্ত্রিতভাবে কিছু বিশৃঙ্খলাও রয়েছে। সাহসী দৃশ্য, প্রচুর মজা এবং আবেগ সবই আছে। এগিয়ে যান আরিয়ানদের বিনোদন দিন। মনে রাখবেন শো বিজনেসের মতো কোনও বিজনেস নেই।’

জানা গেছে, ২০২৫-এ মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। বোঝাই যাচ্ছে ছেলেকে এবার পরিচালকের আসনে বসাতে এবার প্রযোজকের ভূমিকায় শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ছেলের ক্যারিয়ার গড়ে দিতে কোনও বাধাহীন প্রচেষ্টা চালাচ্ছেন শাহরুখ। এর আগে তার হাত ধরেই এসেছে আরিয়ানের পোশাক ব্র্যান্ড 'ডি'ইয়াভল এক্স'। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ নিজেই। অর্থাৎ ব্যবসায়ী হিসেবে আগেই আত্মপ্রকাশ করেছেন কিং খানের বড় ছেলে। আর এবার তিনি পরিচালকের আসনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com