26294

04/04/2025 ট্রেনের ভেতর এঁকেবেঁকে চলছিল সাপ, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

ট্রেনের ভেতর এঁকেবেঁকে চলছিল সাপ, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

রকমারি ডেস্ক

২১ নভেম্বর ২০২৪ ১৬:২৮

ভারতের একটি যাত্রীবাহী ট্রেনের ভেতর সাপ পাওয়ার ঘটনা ঘটেছে। সাপটি যাত্রীদের লাগেজের মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলছিল। তখন তাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।

সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার জানিয়েছে, ভোপাল থেকে জাবালপুরে চলাচল করা জান শতাব্দী এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা। রেলের এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘটনাটি দুদিন আগের।

সাপ পাওয়ার ঘটনায় যেখানে ট্রেনটি পরিষ্কার করা হয়েছিল সেই স্থানটি স্যানিটাইজ করা হয়েছে। এছাড়া সেখানকার কর্মীদের সতর্কতা অবলম্বন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাটি বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। কোনো যাত্রী বা দুস্কৃতিকারী কী সাপটি নিয়ে গিয়ে ট্রেনের ভেতর ছেড়ে দিয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।

এরআগে গত ২১ অক্টোবর গোয়া থেকে ঝাড়খণ্ডের মধ্যে চলাচল করা সাপ্তাহিক ‘ভাস্কো দা গামা’ এক্সপ্রেস ট্রেনে একটি জীবন্ত সাপ পাওয়া যায়। ট্রেনটির এসি কোচের লোয়ার বার্থের পর্দায় সাপটি চলাচল করতে দেখেছেন একাধিক যাত্রী। তবে আইআরসিটিসির স্টাফদের সহায়তায় খুবই দ্রুত সময়ের মধ্যে সাপটি ট্রেন থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে এপ্রিলে মাধুরি-গুরুভায়ুর এক্সপ্রেসের এক যাত্রীকে ট্রেনের ভেরতেই সাপ কামড় দিয়েছিল। পরে ইত্তুমানুর স্টেশনে নামার পর চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র: এনডিটিভি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]