26368

04/21/2025 ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৪ ১৫:৩৪

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে একটি ভালো নির্বাচন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।

সোমবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন এই নির্বাচন কমিশনার।

ইসি সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী। চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন।

তিনি বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক-নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।

কী ধরনের চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, এটা অপরচ্যুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরিচ্যুনিটি ভাবছি এজন্য যে জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আরো কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়ত প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব। এটা শুধু দায়িত্ব নয়। এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]