26398

04/20/2025 জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার সাবেক এমপি

জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার সাবেক এমপি

রাজশাহী থেকে

২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৯

জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হক পুলিশের হাতে গ্রেপ্তার হন। গত ২০ আগস্ট চারঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অসুস্থতার কারণে সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন বলে জানান রাহেনুল হকের স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, রাহেনুল হককে গ্রেপ্তারের জন্য চারঘাট থানা-পুলিশের রিক্যুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]