26458

04/04/2025 নতুন পরিচয়ে আসছেন ক্যাটরিনা

নতুন পরিচয়ে আসছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর ২০২৪ ১২:০৯

বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফ। তার রূপের গুণ না যতটা, অভিনয়ে অতটাও গুণবতী নন অভিনেত্রী-এমনটি দাবি অনেক অনুরাগীদের। বলিউডে পা রাখার পর থেকেই এই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

সমালোচকদের দাবি, সালমান খানের হাত ধরেই নাকি বলিউডে বেড়ে উঠেছেন ক্যাটরিনা। শুধু তাই নয়, সালমান, এমনকী পরে রণবীরকেও ভাঙিয়ে নাকি বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন ক্যাটরিনা। যদিও এসব সমালোচনাকে পাত্তা দেননি ক্যাটরিনা। বরং নিজেকে বার বার প্রমাণ করতে এগিয়ে গেছেন।

তবে এরই মধ্যে ক্যাটরিনাকে নিয়ে এল এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনয়কে বিদায় জানিয়ে এবার নাকি পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা! তবে অভিনয় কি সত্যিই ছাড়ছেন কি না, সে বিষয়টি স্পষ্ট নয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরফের মধ্যে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। যার এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিও প্রসঙ্গে জানা গেছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা। তবে ধারণা করা হচ্ছে, নতুন বছরে নিশ্চয়ই কোনো বড় চমক দিতে চলেছেন বলিউডের এই বিউটি কুইন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]