26520

04/20/2025 ২৫ মণ জাটকা ইলিশ জব্দ, গেল ৯৬টি মাদরাসায়

২৫ মণ জাটকা ইলিশ জব্দ, গেল ৯৬টি মাদরাসায়

পটুয়াখালী থেকে

১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এ মাছের ডোপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় আরও অন্তত শতাধিক বৈধ সামুদ্রিক অন্যান্য মাছের ডোপ জব্দ করা হয়। পরে বৈধ এ সব মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনকে ৫ হাজার টাকা করে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ১৭টি ডোপে অন্তত ২৫ মণ জাটকা জব্দ করেছি। এর সঙ্গে অন্তত শতাধিক বৈধ মাছের ডোপ ছিল সবগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছি। এগুলো পরিবহনের দায়ে গাড়ির চালক ও হেলপারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]