26625

04/21/2025 পাচার হওয়া টাকা আপনাদের দেশে গেছে, সেই অর্থ ফেরত চাই

পাচার হওয়া টাকা আপনাদের দেশে গেছে, সেই অর্থ ফেরত চাই

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৬

বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে এবং স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি চালানোর জন্য যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে তিনি এ সহায়তা চান।

উপদেষ্টা মাহফুজ বলেন, পাচার হওয়া টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপদেষ্টা বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আর্দশ ছিল মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না। সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত। এই দেশের জনগণ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]