26664

04/21/2025 শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে মুখপাত্রের কৌশলী জবাব

শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে মুখপাত্রের কৌশলী জবাব

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫

আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে। সেই বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে কৌশলী জবাব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মুখপাত্র বলেছেন, শেখ হাসিনা প্রসঙ্গে আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, সেই সময় এখনও আসেনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কৌশলী জবাব দেন।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার পূর্বসূরি (সাবেক মুখপাত্র তৌফিক হাসান) নিশ্চয়ই একটা বক্তব্য আপনাদের দিয়েছেন। এটার একমাত্র বিষয় শুধু আমরা না। এখানে আমরা একটা অংশ। আমাদের যে অংশে ভূমিকা পালন করার কথা, তা প্রয়োগ করার সময় এখনও আসেনি। ওইটা যখন আসবে তখন আমরা করব।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়ে রফিকুল আলম বলেন, এফওসিতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যত উপাদান আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। কখনও আলোচ্যসূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি লাগে। এটা এখন পর্যন্ত চলমান। তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, সীমান্ত আছে,পানি আছে। এ বিষয়গুলো আলোচনাতে থাকবে। আরও অনেক উপাদান নিশ্চয়ই আছে, এই মুহূর্তে আমার কাছে সেটা নেই।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন এসেছে কিনা— জানতে চাইলে মুখপাত্র বলেন, আমার জানামতে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো নির্দেশনা আসেনি।

ভারতের সঙ্গে বিভিন্ন সময়ে চুক্তি প্রসঙ্গে রফিকুল আলম বলেন, যেহেতু একটা প্রসঙ্গ উঠে এসেছে, এটা অবশ্যই বিবেচনা করা হবে। তবে এই মুহূর্তে আমার পূর্বসূরি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে নতুন বক্তব্যের যুক্ত করার সুযোগ নাই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]