26719

04/21/2025 চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ

চাঁদাবাজি-দখলের বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৩

সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাবো বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বেশিরভাগ রাস্তা ফুটপাত, পার্ক ,খাল, খেলার মাঠসহ অন্যান্য জায়গা দখল হয়ে আছে। সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। পাশাপাশি ফুটপাতে যারা দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছে, তাদের পুনর্বাসনের জন্য কি ধরনের ব্যবস্থা করা যায় সে বিষয়গুলো নিয়েও আমরা পরিকল্পনা করছি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন কাজ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিচ্ছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]