26742

04/04/2025 রক্তমাখা শরীরে প্রেমিকার নিথর দেহ, সঞ্জয়ের লুকে চমকে উঠলেন ভক্তরা

রক্তমাখা শরীরে প্রেমিকার নিথর দেহ, সঞ্জয়ের লুকে চমকে উঠলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭

ঘাড় পর্যন্ত লম্বা উস্কো-খুসকো চুল, রক্তমাখা শরীর আর কোলে সাদা গাউন পরা এক নারীর রক্তাক্ত নিথর দেহ নিয়ে আর্তনাদ! বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের এই রূপ দেখলে শিউরে উঠবেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে সাজিদ-নাদিয়াদওয়ালার বাঘি ৪-এর নতুন পোস্টারে অভিনেতার এমনই এক লুক চমকে দিয়েছে সকলকে।

রোম্যান্টিক নায়ক থেকে কমেডি, ভিলেনের চরিত্রে সঞ্জয় দত্তকে দেখে অভ্যস্ত হিন্দি সিনেমার দর্শক। কিন্তু সঞ্জয় দত্তের এহেন রুদ্র রূপ আগে কখনও দেখেনি তার ভক্তরা।

সঞ্জু বাবার লুক প্রকাশ্যে এলেও চরিত্র সম্পর্কে এখনও কিছু খোলসা করেননি নির্মাতারা। তবে পোস্টারের ক্যাপশন থেকে অনুমান, সঞ্জয় দত্তকে প্রেমিকের থেকে ভিলেন হয়ে ওঠার যে প্রত্যাবর্তন সেইরকমই কোনও একটি চরিত্রে দেখা যেতে পারে।

পোস্টারের ক্যাপশনে লেখা, ‘প্রতিটি প্রেমিকই ভিলেন’। সেই পোস্টারে 'সঞ্জু' লিখে লাভ রিয়্যাক্ট দিয়েছেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ।

প্রসঙ্গত, টাইগারের লুকেও বাঘি ৪-এর পোস্টার ছিল ভয়াবহ। খোলা শার্টের মাঝে স্পষ্ট সিক্স প্যাক। রাফ অ্যান্ড টাফ বডি থেকে বইছে রক্ত গঙ্গা। হাতে মদের বোতল আর দুচোখে নৃশংসতা। ঠোঁটের কোণে সিগারেট, দোসর হাতে দৈত্যাকার 'বুচার নাইফ'।

চোখের সামনে পড়ে আছে মৃতদেহ। তবুও চোখে মুখে চিন্তার কোনও ছাপ অদৃশ্য। বরং হিংস্রতা যেন ঠিকরে বেরচ্ছে। অন্যদিকে সঞ্জুবাবারও সেই একইরকম ভয়ংকর লুক! টাইগার-সঞ্জয়ের রূপের এই ভয়াবহতা দেখে একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট, মারকাটারি অ্যাকশন দৃশ্যে ঠাসা সিনেমা ‘বাঘি ৪’।

ছবির পোস্টার শেয়ার করে সাজিদ নাদিয়াদওয়ালা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, বাঘির অতীতের তিনটি ভাগের থেকে চতুর্থ ভাগ সম্পূর্ণ আলাদা। একেবারে নয়া অবতারে বিগ স্ক্রিনে বড় ধামাকা করতে আসছেন টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত।

ভয়ংকর রূপের ভয়াবহতা সিনেমা জুড়ে যে আরও প্রকট হয়ে উঠবে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। অ্যাকশন মুভির দর্শক এই ছবির পোস্টারেই খুশি, এখন অপেক্ষা টিজার-ট্রেলারের।

বাঘি ৪-এর মাধ্যমে বলিউড ছবির পরিচালক হিসেবে ডেবিউ করছেন এ.হর্ষ। ২০২৫-এর ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাঘি ফ্রাঞ্চাইজির চতুর্থ ভাগ অর্থাৎ বাঘি ৪।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]