26766

04/04/2025 মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা

মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩

ভারতের ব্যাঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ছুটে গিয়েছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মেয়ে দুয়াকে নিয়ে প্রথমবার মুম্বাইয়ের বাইরে যান সেদিনই। যদিও সেই কনসার্টে মেয়েকে রেখেই গিয়েছিলেন তিনি। এবার ফেরার পথে মেয়ে দুয়াকে সহ দেখা মিলল দিপীকার। সেই মুহূর্ত ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করতেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এর আগে দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এবার মেয়েকে সঙ্গে নিয়ে দিপীকাকে সাধারণ মায়েদের মতোই ঢিলেঢালা পোশাকে দেখা যায়। বলিউডের এই হার্থরব স্টাইলিশ কুইনও যে মাতৃত্বকালীন সময়ে সাধাসিধে, তার প্রমাণ দিলেন; এতে যেন নায়িকার লাবণ্যেও কমতি পড়েনি।

এদিন দীপিকার পরনে ছিল লম্বা, লাল কুর্তা ধরনের পোশাক। সাধারণ মহিলাদের মতো চেনা সাজেই খোঁপা বাঁধা, শুধু চোখে সানগ্লাসটিই আধুনিকতার ছোঁয়া; দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না দীপিকা। মূলত ব্যাঙ্গালুরু থেকেই এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর গত ৭ সেপ্টেম্বর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এরপর ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান- দুয়া পাড়ুকোন সিং।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]