26796

04/21/2025 জননিরাপত্তার সাইফুল দুদক চেয়ারম্যানের নতুন পিএস

জননিরাপত্তার সাইফুল দুদক চেয়ারম্যানের নতুন পিএস

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৬

জননিরাপত্তা বিভাগের সচিবের একান্ত সচিব (পিএস) এ কে এম সাইফুল আলমকে বদলি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগ থেকে বদলি করে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন একান্ত সচিব সদ্য নিয়োগ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে কাজ করবেন। আজ বিকেলে নতুন চেয়ারম্যানসহ অপর দুই কমিশনারের যোগদান করার কথা রয়েছে।

গতকাল দুদক চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে এবং কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে জননিরাপত্তা বিভাগের উপসচিব ঈশিতা রনিকে বদলি করে দুদকের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে পৃথক অপর এক আদেশে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]