26807

04/20/2025 সিনেমা হলে মরদেহ নিয়েই ‘পুষ্পা টু’ দেখলেন দর্শকেরা

সিনেমা হলে মরদেহ নিয়েই ‘পুষ্পা টু’ দেখলেন দর্শকেরা

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩

ভারতে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর রেশ না কাটতেই আরও একটি মৃত্যুর খবর। এবার দেশটির অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা টু’ চলাকালীন এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায় একজন শ্রমিক।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। তবে অভিযোগ রয়েছে, সেই সময় মদানাপ্পা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সোমবার দুপুর আড়াইটার দিকে হলে প্রবেশ করেন মদানাপ্পা। সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরেও মদ পান করেন ওই যুবক। কিন্তু ঠিক কখন ও কী কারণে তার মৃত্যু হয়েছে, তা বের করা কঠিন হয়ে পড়েছে। ‘পুষ্পা টু’ এর শো শেষে সন্ধ্যা ছয়টার দিকে হল পরিষ্কার করতে গিয়ে সেই যুবকের নিথর দেহ পরে থাকতে দেখেন পরিচ্ছন্নকর্মীরা।

এদিকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা প্রেক্ষাগৃহে ছুটে আসেন। এমন সময়েও সিনেমা চলতে দেখে হতবাক হয়ে পড়েন তারা। এর জেরে মদনাপ্পার পরিবার এবং থিয়েটার কর্মীদের মধ্যে সংঘর্ষও সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে বন্ধ করা হয় পুষ্পা টু এর সেই শো।

ইতোমধ্যেই সারা বিশ্বে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা টু’। ছবির প্রিমিয়ার থেকেই শুরু তুলকালাম কাণ্ড। তার জেরে মারা যান এক নারী। সঙ্গে তার নয় বছরের ছেলেও গুরুতর আহত হন। এরপর সেই নারী ভক্তের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন আল্লু অর্জুন; নিহতের সেই পরিবারকে দেন ২৫ লক্ষ রুপির অর্থ সহায়তা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]