2682

05/18/2024 সর্বকালের সেরা স্টিভ ওয়াহ

সর্বকালের সেরা স্টিভ ওয়াহ

ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০২১ ২৩:৪৬

বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ, তাদের সবাইকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীর টেস্ট অধিনায়কের শিরোপা জিতলেন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংকেও পেছনে ফেলেছেন স্টিভ।

এমন শিরোপা জয়ের পেছনে কাজ করেছে তার নেতৃত্বে টেস্ট ম্যাচ জেতার পরিসংখ্যান।

দেশের হয়ে ৫৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্টিভ ওয়াহ। যারমধ্যে তিনি জিতেছিলেন ৪১টি টেস্ট ম্যাচ। তার এই রেকর্ডকেই আমলে নিয়েছে স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেল।

মোট ৫০ জন ক্রিকেটবিশ্লেষক নিয়ে ওই প্যানেল তৈরি করা হয়।

এরপর টেস্ট ক্রিকেট ইতিহাসের একাবিংশ শতাব্দী সব অধিনায়কের পারফরম্যান্স ও পরিসংখ্যান নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়ে প্যানেলে।

সেরা টেস্ট অধিনায়কদের মধ্যে পন্টিং, ধোনি, স্মিথ থেকে শুরু করে বর্তমানের বিরাট কোহলি সবাই ছিলেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে ভোটে জিতে যান স্টিভ ওয়াহ। গ্রেট অফ অল টাইম (G.O.A.T) সর্বকালের সেরার সম্মান জিতে নেন তিনি।

স্টিভ ওয়াহ অবশ্য শুধু টেস্টই নয়, ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক তিনি। তার নেতৃত্বে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জেতে অসিরা। - তথ্যসূত্র: স্টার স্পোটর্স, হিন্দুস্তান টাইমস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]