27037

03/14/2025 মা হলেন অভিনেত্রী দেবলীনা

মা হলেন অভিনেত্রী দেবলীনা

বিনোদন ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৬

পুত্রসন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবরটি শেয়ার করেছেন।

তিনি একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত। দেবলীনা এবং তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় জানিয়েছেন ভক্তরা।

ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।’

গত ১৫ আগাস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। অভিনেত্রী তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। ভিনধর্মে বিয়ে নিয়ে চর্চাও হয়েছে প্রচুর।

দেবলীনাকে শেষ দেখা গেছে ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া ছোটপর্দার ‘গোপী বহু’ নামে জনপ্রিয়। সেই ধারাবাহিকের নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি ‘বিগবস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন দেবলীনা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]