27162

04/19/2025 রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে ৪ শতাধিক বসতঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে ৪ শতাধিক বসতঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার থেকে

২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল বলেন, আগুনে চার শতাধিক বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]