27235

04/04/2025 ক্যামেরা দেখলেই অভিনেত্রীর মতো পোজ রাহার

ক্যামেরা দেখলেই অভিনেত্রীর মতো পোজ রাহার

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪ ১২:২১

বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে তারকা দম্পতির রণবীর-আলিয়ার মেয়ে রাহা। কাপুর পরিবারে এই মুহূর্তে সেই সবচেয়ে বড় সেলিব্রিটি বলা চলে। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন পরিবারদের সদস্য থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা। পাপারাজ্জিদেরও বড্ড ফেভারিট সে। তবে কাউকে দেখেই বিন্দুমাত্র রাহা ভয় পায় না।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহার একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে দেখা যায়, মেয়েকে কোলে আগলে রাখছেন আলিয়া। আর সেখানেই সকলের নজর কেড়েছেন রাহা।

তার নাম ধরে যখন ডাকা হয়েছে সে সময় একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। এখানেই থামেনি সে। সকলের ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেল তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি হামাতে পারেননি রণবীর-আলিয়া। তারাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।

ক্যামেরার সামনে এমন পোজ এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদযাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গেছে তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মনে হয়েছিল ভয় পাবে রাহা। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ নভেম্বর এ তারকা দম্পতির কোলজুড়ে আসে মেয়ে রাহা। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা।

কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। আবার কারও মতে দেখতে একদম ঋষি কাপুরের মতো। তবে যতবারই ক্যামরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]