27400

04/18/2025 সড়কের পাশে পড়ে থাকা কার্টন খুলতেই মিলল নবজাতকের মরদেহ

সড়কের পাশে পড়ে থাকা কার্টন খুলতেই মিলল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারী ২০২৫ ১৫:১৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) উপজেলার ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদরাসার পাশে দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা এলাকায় কার্টনের বক্সে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ। তবে নবজাতকটি কার সেই পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টুনের বাক্স দেখতে পায়। পরে তারা সেটি খুলে দেখেন একটি নবজাতকের মৃতদেহ। এরপর তিন শিশু সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেয়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে নবজাতকটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]