27457

04/04/2025 ১৩ বছর পর নিজের মসজিদে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় এই আলেম

১৩ বছর পর নিজের মসজিদে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় এই আলেম

ধর্ম ডেস্ক

২ জানুয়ারী ২০২৫ ১২:৫৭

১৩ বছর পর সিরিয়ার দামেস্কে ফেরার সুযোগ পেয়েছেন সিরিয়ার জনপ্রিয় দায়ী আলেম ও লেখক শায়খ মুহাম্মদ রাতিব আন-নাবুলসি। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দামেস্কে নিজের এলাকার সালেহিয়া মসজিদে ফিরলেন তিনি। তাকে অভ্যর্থনা ও অভিনন্দন জানানো হয় মুসল্লিদের পক্ষ থেকে। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় সেখানে। তাকে জড়িয়ে মুসল্লিদের কেউ কেউ কেঁদে ফেলেন। তার অশ্রু দেখা গেছে।

তিনি উপস্থিত লোকজনের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তিনি ধর্মীয় এবং সমসাময়িক বিষয়ে কথা বলেন। বর্তমান ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি বলেন, যা কিছু ঘটেছে সব আল্লাহ তায়ালার ইচ্ছাতেই হয়েছে।

শায়খ নাবুলসি সিরিয়ার স্বৈরশাসক আসাদের সময়কার সব ঘটনা সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। প্রেক্ষাপট বুঝাতে তিনি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেন, যেখানে আল্লাহ তায়ালা বলেছেন—

وَ قَدۡ مَكَرُوۡا مَكۡرَهُمۡ وَ عِنۡدَ اللّٰهِ مَكۡرُهُمۡ ؕ وَ اِنۡ كَانَ مَكۡرُهُمۡ لِتَزُوۡلَ مِنۡهُ الۡجِبَالُ

তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল না যে, তাতে পর্বতও টলে যেত। (সূরা ইবরাহিম, আয়াত : ৪৬)

এই আয়াতে এমন কিছু লোকের প্রতি ঈঙ্গিত করা হয়েছে, যারা সত্য এবং সত্যের পথ অবলম্বনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র যত শক্তিশালী বা পাহাড়সম হোক না কেন তা আল্লাহর তায়ালার নিয়ন্ত্রণের বাইরে নয়। এবং তা আল্লাহ তায়ালার কৌশলের ওপর প্রাধান্য পাবে না কখনো।

শায়খ নাবুলসি বলেন, পৃথিবীতে কখনো কোনো অপশক্তি চিরস্থায়ী হতে পারে না। তবে ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত হয়ে থাকে। তিনি বলেন, বিগত বছরগুলোতে সিরিয়ার জনগণের সঙ্গে সরকারের পক্ষ থেকে যেই অন্যায় করা হয়েছে তার সমাপ্তি ঘটেছে।

দীর্ঘ স্বৈরশাসনের পতন ও নেতাদের আস্ফালন সম্পর্কে শায়খ নাবুলসি বলেন, অত্যাচারীদের শেষ পরিণতি তাদের পৃথিবী ও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করে। আর মুমিনরা (বিশ্বাসী) সম্মানের সর্বোচ্চ আসনে বসেন।

দীর্ঘ গৃহযুদ্ধের সময় অনড় অবস্থানে থাকা সিরিয়ান জনগণের প্রতি ঈঙ্গিত করে তিনি বলেন, চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমেই সত্য শক্তিশালী এবং প্রতিষ্ঠিত হয়। তাই কেউ সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকলে তার এখন আনন্দ করার সময়। কারণ, সত্যই খোদার পথ।

শায়খ শায়খ মুহাম্মদ রাতিব আন-নাবুলসি সবাইকে আল্লাহ ও তাঁর রাসূলের পথ অনুসারণের পরামর্শ দিয়েছেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করেন—

وَ مَنۡ یُّطِعِ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِیۡمًا

যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল। (সূরা আহযাব, আয়াত : ৭১)

প্রসঙ্গত, শায়েখ মুহাম্মদ রাতিব আন নাবুলসি একজন সিরীয় লেখক, অধ্যাপক, দায়ী ও জনপ্রিয় আলেম। ৮৬ বছর বয়সী এই আলেম ১৯৩৯ সালের ২৯ জানুয়ারি দামেস্কে জন্মগ্রহণ করেন। তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সিরিয়ায় বসবাস করতেন কিন্তু ২০১১ সালে সিরীয় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি জর্ডানে চলে যান।

# সোনিয়া

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]