27497

04/18/2025 ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ থেকে

৪ জানুয়ারী ২০২৫ ০৯:৫৯

পদ্মায় ঘন কুয়াশার কারণে পৌনে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে। অপরদিকে সোয়া ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য শাখার ডিজিএম নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ৮টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট এই দুটি নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় নৌপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে রাত ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে আরিচা-কাজিরহাট—এই দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]