27533

04/04/2025 ৫০টি চোরাই ফোন উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার

৫০টি চোরাই ফোন উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার

সময় প্রতিবেদক

৪ জানুয়ারী ২০২৫ ১৪:৪৮

রাজধানীতে অভিযান চালিয়ে ৫০টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা।

গ্রেফতারকৃতরা হলেন- নাদিম (৩৫) ও সুজন প্রকাশ বাবু (২৪)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পল্টন মডেল থানাধীন গুলিস্থানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটের দক্ষিন পাশের ফুটপাত এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্র জানায়, শুক্রবার রাতে গুলিস্থানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটের দক্ষিন পাশের ফুটপাতের উপর কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোনসেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সে এলাকায় অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিম ও সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে গুলিস্তান স্টেডিয়াম এলাকার নেশাগ্রস্থ বখাটে এবং ফুটপাতে থাকা টোকাই শ্রেণীর লোকজনদের মাধ্যমে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট সংগ্রহ করেন তারা। দীর্ঘদিন ধরে ঢাকার গুলিস্থানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাই, চুরি ও চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]