27623

04/04/2025 বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কয়েকটি কারখানায় ছুটি

গাজীপুর থেকে

৫ জানুয়ারী ২০২৫ ১৫:৩৭

গাজীপুরের জিরানী এলাকার একটি কারখানার শ্রমিকরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে সামিল হওয়ার দাবিতে অন্য কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে দাবি করেন অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে সেসকল কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, আগে যারা চাকরি নিয়েছে তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।

একই দাবি জানিয়ে শ্রমিক মাহবুব বলেন, নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাব।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]