27688

04/11/2025 জবাই করতে যেয়ে দড়ি ছিঁড়ে মহিষের আক্রমণ

জবাই করতে যেয়ে দড়ি ছিঁড়ে মহিষের আক্রমণ

সাতক্ষীরা থেকে

৬ জানুয়ারী ২০২৫ ১৬:৩৬

সাতক্ষীরা শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ৬ জন গুরতর জখম হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বৈশখালী গ্রামে করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শোমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নুরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মণ্ডলের স্ত্রী সবিতা রানী মণ্ডল ও গোলাম রব্বানী।

পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিঁড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত উক্ত ৬ ব্যক্তিকে মহিষটি তার শিং দিয়ে গুঁতিয়ে গুরতর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে হিংস্র মহিষটিকে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে, আহতদের অবস্থা গুরুতর বলে তিনি জানান।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]