27723

04/04/2025 নতুন বছরে বিশেষ সুবিধা হোয়াটসঅ্যাপে

নতুন বছরে বিশেষ সুবিধা হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৭ জানুয়ারী ২০২৫ ১১:৪০

নতুন বছরের আনন্দঘন মুহূর্ত উদযাপনের জন্য হোয়াটসঅ্যাপ বিশেষ সুবিধা চালু করেছে। যার মধ্যে রয়েছে নতুন স্টিকারের প্যাক এবং রিঅ্যাকশন। প্রিয়জনদের শুভেচ্ছা জানানোর জন্য সেগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অন্যদের মেসেজ পাঠানোর জন্য বা নতুন বছরে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ বিকল্পের প্রয়োজন রয়েছে ব্যবহারকারীদের। আর সেই কথা মাথায় রেখেই এই আপডেট আনা হয়েছে।

নতুন বছরে যা যা পাওয়া যাবে

ফেস্টিভ কলিং ফিল্টার্স

কয়েক সপ্তাহের জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বিশেষ ফিল্টার এবং এফেক্ট অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই এফেক্টগুলোর মধ্যে অন্যতম হল ব্যাকগ্রাউন্ড ফিল্টার আর এফেক্ট। যার মাধ্যমে নতুন বছর উদযাপন করা হবে।

আরো বেশি বেশি নিউ ইয়ার স্টিকার

একটি নতুন ইয়ার স্টিকার প্যাক এবং অবতার স্টিকার্স এনেছে হোয়াটসঅ্যাপ। বন্ধু এবং পরিবার-পরিজনদের শুভেচ্ছা জানানোর জন্য এগুলো ব্যবহার করা যাবে।

ইয়ারের জন্য অ্যানিমেশন রিঅ্যাকশন

সেলিব্রেশন ইমোজির মাধ্যমে মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। অন্য ব্যবহারকারীরা সেটি অ্যানিমেটেড রূপে দেখতে পাবেন। ফলে এই বিষয়টি ইন্টারঅ্যাকটিভ হয়ে উঠবে।

অ্যান্ড্রয়েডের প্লে স্টোর এবং আইওএস এর অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন আপডেট করলেই আগামী দুই সপ্তাহ ধরে এই সমস্ত ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]