27732

04/04/2025 গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে, অভিযোগ স্ত্রীর

গোবিন্দের জন্যই বলিউডে কাজ পাচ্ছে না মেয়ে, অভিযোগ স্ত্রীর

বিনোদন ডেস্ক

৭ জানুয়ারী ২০২৫ ১৩:৪৪

কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে শিরোনামে সুনীতা আহুজা। এবার মেয়ে টিনার বলি-ক্যারিয়ার নিয়ে তার মন্তব্য শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া। কারণ মেয়ের ক্যারিয়ারের ভবিষ্যতের কথা বলার পাশাপাশি গোবিন্দকেও খোঁচা দিতে ছাড়েননি তার স্ত্রী।

ঠিক কী বলেছেন সুনীতা? গোবিন্দ-পত্নী জোর গলায় জানান, বলিউডকে মোটেই বিদায় জানাচ্ছে না তাদের মেয়ে। আরও জানান, নিজের প্রথম ছবি সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডে কাজ করার পর প্রশংসিত হয়েছিল টিনার অভিনয়। তারপরেও ভাল কাজের প্রস্তাব আসছে না তার কাছে।

এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন স্বামী গোবিন্দের দায়।

সুনীতার মতে, বলিপাড়ার অন্দরে অনেকের ধারণা টিনা কোনও ছবিতে কাজ করলেই সেই সেটে হাজির হবেন গোবিন্দ এবং ছবির সব ব্যাপারে মাথা ঘামাতে শুরু করবেন। এই ভয়েই টিনার কাছে কাজের প্রস্তাব আসছে না।

এরপরে পরিচালকদের কাছে অভিনেতার স্ত্রী অনুরোধ করে বলেন, আপনারা টিনাকে ভালো কাজের একটা সুযোগ দিন।

সম্প্রতি, নারীদের ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। তার দাবি, ঋতুস্রাবকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বাই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে।

টিনার কথায়, ‘আমি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছি চণ্ডীগড়ে এবং ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধুমাত্র মুম্বাই ও দিল্লির মেয়েদের কাছে।’

টিনা জানান মেয়েদের এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যায়। টিনার কথায়, ‘অনেক সময়ই দেখা যায় কোনও একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পাঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা অনুভবই করতে পারেন না, কবে তাদের ঋতুস্রাব শুরু হলো, কবে বন্ধ হয়ে গেল।’

এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়তেই টিনার মন্তব্যর জেরে ক্ষুব্ধ হন নেটিজেনরা। যদিও গোবিন্দের মেয়ে পরবর্তীতে কোনো প্রতিক্রিয়া জানাননি।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]