27743

04/11/2025 মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জ থেকে

৭ জানুয়ারী ২০২৫ ১৫:৫৯

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে এবং প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনাও তদন্ত করছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালি পাথর এলাকায় ব্রিজের ওপর থেকে এক যুবক পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিহতের পরিচয় শনাক্ত হলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]