27828

04/11/2025 বাদ পড়লেন লিটন দাস

বাদ পড়লেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক

৯ জানুয়ারী ২০২৫ ১৯:০৪

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। জাতীয় দলের পর বিপিএলেও ব্যাট হাতে ছন্দে নেই। এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়লেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে।

লিটনের মতো বাজে সময়ে তার দল ঢাকা ক্যাপিটালসও। আসরে চার ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের মুখে দেখেনি শাকিব খানের ফ্র্যাঞ্চাইজিটি। আজ (বৃহস্পতিবার) জয়খরা কাটানোর লক্ষ্যে চিটাগংয়ের মুখোমুখি হচ্ছে ঢাকা।

এদিকে, ২ ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের চারে আছে চিটাগং। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

ঢাকা ক্যাপিটালস একাদশ

থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি।

চিটাগং কিংস একাদশ

পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।

# মির্জা সাইমা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]