27991

04/11/2025 ৬০ ফুট উঁচু বাঁশঝাড়ের মাথায় গৃহবধূ, উদ্ধারে ফায়ার সার্ভিস

৬০ ফুট উঁচু বাঁশঝাড়ের মাথায় গৃহবধূ, উদ্ধারে ফায়ার সার্ভিস

ময়মনসিংহ থেকে

১৩ জানুয়ারী ২০২৫ ১৮:০৩

ময়মনসিংহের হালুয়াঘাটে ৫০ থেকে ৬০ ফুট উঁচু বাঁশঝাড়ের ওপর উঠে চিৎকার করছিলেন এক নারী। এ সময় স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা বহু চেষ্টা করেও তাকে নিচে নামাতে ব্যর্থ হন। একপর্যায়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাটি জানান।

শুক্রবার (১৩ জানুয়ারি) হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ৬ নম্বর মুজাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিলডোরা ইউনিয়নের ৬ নম্বর মুজাকান্দা ওয়ার্ডের মো. ইন্নছ আলীর পুত্রবধূ ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকালে বাড়ি থেকে হঠাৎ ওই গৃহবধূ নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামীসহ স্বজনরা খোঁজ করলে বাড়ির পাশে একটি মসজিদের পাশে বিশাল বাঁশঝাড়ের ওপর দাঁড়িয়ে ওই নারীকে চিৎকার করতে দেখেন স্থানীয় লোকজন। তখন স্বজন ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে বাঁশঝাড় থেকে নামাতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ফায়ার ফাইটার মো. হারুন অর রশিদ বলেন, বাঁশঝাড়ের ৫০ থেকে ৬০ ফুট উঁচুতে ওই নারী উঠে বসে ছিলেন। এ সময় বাঁশঝাড়টি বাতাসে দুলছিল। ফলে যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় কৌশলে বাঁশে দড়ি বেঁধে ওপরে উঠে ওই নারীকে নিরাপদে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই বিষয়ে হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ফায়ার সার্ভিস ওই নারীকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]