28004

04/11/2025 বিএনপি নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী থেকে

১৪ জানুয়ারী ২০২৫ ১২:২৩

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে আরএনপিএল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও সোহেল মোল্লাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৬ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে। চুরি করা মালামাল পরের দিন সকালে গিলাতলা বাজারের কাছে পাচারের জন্য একটি ট্রাকে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ নিয়মিত চুরি হয়। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই চক্র দিনের বেলাতেও স্ক্র্যাপ পাচার করছে।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশের সহায়তায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন চোরাই মালামালসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন বলেন, চক্রটি এর আগেও একাধিকবার চোরাই মালামাল পাচার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি আরেক ট্রাক মালামাল আটক করেছিল।

ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]