28067

04/11/2025 ১৫ বছর পর রাজশাহীতে হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

১৫ বছর পর রাজশাহীতে হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

রাজশাহী ব্যুরো

১৫ জানুয়ারী ২০২৫ ১৪:৫৫

১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর রানীবাজার মোড় এলাকায় এক রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব প্রস্তুতির কথা জানান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী। বক্তব্য রাখেন দলটির জেলা আমির মাওলানা আব্দুল খালেক ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। সঞ্চালনায় ছিলেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এসময় শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রফেসর গোলাম সারওয়ার প্রিন্সসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেন, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে আমাদের সর্বশেষ জনসভা হয়। এরপর আর প্রকাশ্যে বড় কোনো প্রোগ্রাম হয়নি। অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। দলের নায়েবে আমির রাজশাহীর কৃতি সন্তান অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির রাজশাহীর পরিচিত মুখ নুরুল ইসলাম বুলবুল ও রাজশাহী অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।

ড. কেরামত আলী আরও বলেন, শনিবার সকাল ৯টায় কর্মী সম্মেলন, দুপুর ২টা থেকে ৩টা নাইস কমিউনিটি সেন্টারে মহিলা কর্মী সম্মেলন, চিকিৎসক সমাবেশ হবে বিকাল ৩টা থেকে ৪ পর্যন্ত, আর বাদ মাগরিব চেম্বার ভবনে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ হবে। ওইদিন ৪টা প্রোগ্রামই গুরুত্বপূর্ণ।

এসময় মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, এটা শুধু রাজশাহীর কর্মী সম্মেলন। অন্যান্য জেলা থেকে কোনো গাড়ি ঢুকবে না। অন্য জেলায় আলাদাভাবে প্রোগ্রাম হবে। মাদরাসা মাঠে আমাদের রাজশাহী মহানগর ও সব উপজেলার কর্মীরা উপস্থিত হবেন। প্রায় লক্ষাধিক কর্মীর সমাগম হবে। সম্মেলন ঘিরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। আমাদের শৃঙ্খলা বিভাগ রয়েছে। কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ।

ফ্যাসিস্ট দলের কোনো নেতাকর্মীকে জামায়াত প্রশ্রয় দেয়নি বলে ভিন্ন এক প্রশ্নের জবাবে জানান ইমাজ উদ্দিন মণ্ডল।

কর্মী সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন জামায়াতের রাজশাহী জেলা আমির মাওলানা আব্দুল খালেক।

এদিকে, কর্মী সম্মেলন ঘিরে পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন; করা হয়েছে পোস্টারিং। এছাড়া নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক মিছিল ও সভা করছেন জামায়াতের নেতাকর্মীরা। এতে বেশ ব্যস্ত সময় কাটছে তাদের। ১৫ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে পেরে তারা উচ্ছ্বসিত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]