28084

04/11/2025 অটোচালকদের মারধরে তিন ট্রাফিক পুলিশ হাসপাতালে

অটোচালকদের মারধরে তিন ট্রাফিক পুলিশ হাসপাতালে

লক্ষ্মীপুর থেকে

১৫ জানুয়ারী ২০২৫ ১৭:১৪

লক্ষ্মীপুরে সড়কে অভিযান চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা চালকদের মারধরে তিন ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাফিক পুলিশ সার্জেন্ট বড়ুয়া, কনস্টেবল ছোটন ভট্টাচার্য ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আজ সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে অটোরিকশা চালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। চালকদের এলোপাতাড়ি মারধরের ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করেন।

অটোরিকশা চালকদের দাবি, মাসোহারা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। অভিযানের নামে গাড়ি আটকে টাকা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনো কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটকে মামলা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চালকরা হামলা চালায়। এতে তিনজন আহত হন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানা নেই। আহত ট্রাফিক পুলিশ সদস্যরা থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]